প্রথম ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই ৮৭ রান করে ফেলে পাকিস্তান। সবার যখন ধারণা দুই শ’র আশেপাশে রান করে ফেলবে পাকিস্তান, তখন অবিশ্বাস্য ব্যাটিং ধসে ১৪৬ রানেই গুটিয়ে যায় দলটি। শেষ ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান করে দলটি। দলের হয়ে দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন কেবল তিনজন।
৪১ বছরের ইতিহাসে এই প্রথম এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ভারত। শিরোপা নির্ধারণী এই ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। তবে সূর্যকুমার যাদবের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দারুণ সূচনা এনে দেন পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান। ৮৪ রান যোগ করেন তারা।
রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর করা দশম ওভারের চতুর্থ বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন সাহিবজাদা ফারহান। ৩৮ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৫৭ রান করেন তিনি। ১০ ওভারে ৮৭ রান করে দলটি। ১২ ওভার শেষে ওই ১ উইকেট হারিয়েই ১০৭ রান করে ফেলার পর মুদ্রার অন্য পিঠ দেখায় তারা।
১৩তম, ১৪তম, ১৫তম ও ১৬তম ওভারে টানা একটি করে উইকেট হারায় পাকিস্তান। একে একে ফিরে যান সাইম আইয়ুব (১১ বলে ১৪), মোহাম্মদ হারিস (২ বলে ০), ফখর জামান (৩৫ বলে ৪৬) ও হুসাইন তালাত (২ বলে ১)। ১৬ ওভার শেষে দলটির রান দাঁড়ায় ৫ উইকেটে ১৩৩।
১৭তম ওভারে ইনিংসের সবচেয়ে বড় বিপর্যয় দেখে পাকিস্তান। ওই ওভারে সালমান আলি আগা (৭ বলে ৮), শাহিন শাহ আফ্রিদি (৩ বলে ০) ও ফাহিম আশরাফ (২ বলে ০) আউট হন। পরের ওভারে হারিস রউফকে (৪ বলে ৬) ফেরান জাসপ্রিত বুমরাহ। ১৯তম ওভারে মাত্র ৫ রান এলেও দীর্ঘ সময় পর উইকেট না হারিয়ে ওভার পার করে পাকিস্তান। তবে ২০তম ওভারের প্রথম বলেই মোহাম্মদ নওয়াজকে ফিরিয়ে পাকিস্তানকে গুটিয়ে দেন বুমরাহ।
৪ ওভারে ৩০ রান খরচায় ৪ উইকেট নেন কুলদীপ যাদব। সমান ওভারে সমান রান দিয়ে বরুণ চক্রবর্তীর শিকার ২ উইকেট। সমান ওভারে ২ উইকেট নেওয়া অক্ষর প্যাটেলের খরচ মাত্র ২৬ রান। বাকি ২ উইকেট বুমরাহর।
কেইউ/জনতারটিভি
আপনার মতামত লিখুন :