• ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫
শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

জন্মভূমি নবীনগরে ডিআইজি মনিরুজ্জামানের সংক্ষিপ্ত সফর

মো. খলিলুর রহমান খলিল

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ১১:১৪ পিএম

জন্মভূমি নবীনগরে ডিআইজি মনিরুজ্জামানের সংক্ষিপ্ত সফর

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে  আগমন করেছেন নবীনগরের গর্বিত সন্তান, বাংলাদেশ পুলিশের অন্যতম শ্রেষ্ঠ কর্মকর্তা ডিআইজি (ইন্টারনাল অ্যান্ড অ্যাফেয়ার্স) ও অতিরিক্ত দায়িত্বে প্রটেকশন অ্যান্ড প্রটোকল শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মনিরুজ্জামান।

শুক্রবার (৩ অক্টোবর) তিনি নবীনগর থানায় পৌঁছালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি থানা চত্বর ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে থানার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরের শেষ পর্যায়ে তিনি নিজ গ্রাম আলমনগরে আয়োজিত এক সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করেন।

স্থানীয়দের সঙ্গে সরল ও আন্তরিক আলাপচারিতার মাধ্যমে তিনি তার জন্মভূমি নবীনগরের প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধের প্রতিফলন ঘটান।

জনসেবায় নিবেদিতপ্রাণ এই গর্বিত সন্তানকে কাছে পেয়ে নবীনগরের সাধারণ মানুষ ভীষণ আনন্দিত ও অনুপ্রাণিত হন। তার এ সফর নবীনগরের উন্নয়ন ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।

কেইউ/জনতারটিভি

Link copied!