• ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫
শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

হ্যাকারদের দখলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০১:৫৮ পিএম

হ্যাকারদের দখলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। একইসঙ্গে তাদের ফেসবুক পেজের প্রোফাইল ও কভার ছবি চেঞ্জ করে একটি হুমকিপূর্ণ বার্তাও প্রকাশ করা হয়।

আজ শুক্রবার ভোর ৫টা ৪২ মিনিটের দিকে ব্যাংকটির অফিসিয়াল পেজের এক পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত করেছে হ্যাকার গ্রুপ।

ব্যাংকটির ফেসবুক পেজে দেখা যাচ্ছে, পেজটির নাম পরিবর্তন না করলেও প্রোফাইল ও কভার ফটো পরিবর্তন করে হ্যাকার গ্রুপটি নিজেদের লোগোর ছবি দিয়ে রেখেছে।

হ্যাকার গ্রুপ দাবি করেছে, ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগিরই তাদের ফেসবুক পেজ এবং সেইসঙ্গে ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। বার্তায় ‘Team MS 47OX’-এর নামও উল্লেখ করা হয়েছে।

হ্যাক হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম জানান, আজকে ভোরে ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। বিষয়টি সমাধানে ব্যাংকের আইটি বিভাগ কাজ করছে।

এ ঘটনার পর ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে বেশ উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

কয়েকজন জানিয়েছেন, ওই সময় ব্যাংকের ফেসবুক পেজে অস্বাভাবিক কিছু পোস্ট দেখা গেছে। তবে এ ঘটনায় ব্যাংকের অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, এ বিষয়ে এখনও স্পষ্টত কিছু জানা যায়নি।

কেইউ/জনতারটিভি

Link copied!