ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পুজা উদযাপিত হয়েছে। এবছর উপজেলার ১৫টি মণ্ডপে কড়া নিরাপত্তা ব্যবস্থায় দুর্গা উৎসব পালিত হয়। বুধবার রাতে নবমীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া এর নেতৃত্বে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন প্রশাসনের একটি প্রতিনিধিদল।
এসময় আশুগঞ্জ সদর ও লালপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে আয়োজকরা প্রতিনিধিদলকে স্বাগত জানান।
পরে লালপুর টানপাড়া বিকাস দাসের বাড়ির পূজা মণ্ডপ চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া প্রধান অতিথি ও সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমরন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তৃতা করেন সহকারী কমিশনার ভূমি রবিউস সারোয়ার, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাংবাদিক মোহাম্মদ মোজাম্মেল হক,স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন।
বক্ত্যারা এবছর শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা পুজা উদযাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে আইন শৃঙ্খলা বাহিনীসহ সকলকে ধন্যবাদ জানান।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো রাফি উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা মো খায়রুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো শাহরিয়ার, আনসার ভিডিপি কর্মকর্তা মো হানিফ ও একাডেমিক সুপারভাইজার মো শরিফুজ্জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কেইউ/জনতারটিভি
আপনার মতামত লিখুন :