ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু রাধিকা সড়কের শিবপুর কলেজ মোড়ে ১লা অক্টোবর রাত আটটায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন।
আহতরা হলেন—নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের নিপেন্দ্র কর্মকার (৫০), তার স্ত্রী ঝুমলা কর্মকার (৪০), মেয়ে আদিতা কর্মকার (৩০), নাতনি মনি কর্মকার (৭) ও নাতি চয়ন কর্মকার (৩)।
তারা সবাই দুর্গাপূজা উদযাপন শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগরগামী একটি সিএনজি শিবপুর কলেজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা পাঁচজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে নিপেন্দ্র কর্মকারের অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।
এ প্রসঙ্গে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, “শিবপুর কলেজ মোড়ে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলের পাশে একটি ট্রাক্টর দীর্ঘ তিন দিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে, যা চলাচলরত যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। দুর্ঘটনার সময় সিএনজিটি ওই ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
কেইউ/জনতারটিভি
আপনার মতামত লিখুন :