• ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫
শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

সরাইলে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ বাদল মিয়া, সরাইল প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ১১:২৪ পিএম

সরাইলে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামে আব্দুস সামাদ নামে ৮ বছরের এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

নিহত আব্দুস সামাদ নরসিংদী জেলা'র বেলাবো উপজেলা'র নারায়ণপুর গ্রামের ইদ্রিস মিয়া 'র ছেলে, সে তার নানার বাড়ি বেড়তলায় বেড়াতে এসেছিল।

নিহতের পরিবার জানায়, শিশু সামাদ তার সমবয়সী বোনকে সাথে নিয়ে আমাদের অজান্তেই পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর আমরা সামাদকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পুকুরে গিয়ে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 এদিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. ফাহাদ জানান, শিশুটি কে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

কেইউ/জনতারটিভি

Link copied!