চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই ছাত্র একই দিনে মারা গেছেন। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
তাদের একজন সোহান আল মাফি। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র এবং চবি আবৃত্তি মঞ্চের সাবেক সভাপতি। তিনি ঢাকায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন। অপর ছাত্রের নাম দেবপ্রিয় সুপ্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইস্যুরেন্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র।
আজ শুক্রবার সোহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। সুপ্তের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিভাগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাথর এলাকায় অবস্থিত হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন সোহান ও তার বন্ধু শাকিল। দুপুর দেড়টার দিকে তারা রিসোর্টের পাশের মাতামুহুরি নদীতে গোসলে নামেন। এ সময় শাকিল কূলে উঠলেও প্রবল স্রোতের টানে তলিয়ে যান সোহান।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের লামা স্টেশন সাব-অফিসার মো. আব্দুল্লাহ বলেন, মাতামুহুরি নদী থেকে পর্যটক সোহানের লাশ আজ বেলা ১১টায় উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
অপর দিকে দুর্গাপূজোর বন্ধে নানাবাড়ি বেড়াতে যান দেবপ্রিয় সুপ্ত। সেখানে গতকাল পূজা শেষ করে ফেরার পথে অসুস্থতা অনুভব করায় প্রথমে তাকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। আজ সেখানেই তিনি মারা যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘আজ একই দিনে আমরা দুজন শিক্ষার্থীকে হারিয়েছি। আমরা গভীরভাবে শোকাহত।’
কেইউ/জনতারটিভি
আপনার মতামত লিখুন :