• ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫
শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

আবারও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৯:৪৭ পিএম

আবারও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। আজ কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশের জয় ২-০ গোলে। গতবারও তাদের হারিয়ে ফাইনাল খেলেছিল লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা, আরেকটি অপু রহমান। ফাইনালে বাংলাদেশের দেখা হতে পারে ভারতের সঙ্গে। একই মাঠে রাত আটটায় দ্বিতীয় সেমিফাইনালে নেপালের বিপক্ষে লড়বে ছয়বারের চ্যাম্পিয়নরা। আগামী শনিবার এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশের তরুণরা।

আজ শুরু থেকেই পাকিস্তানের রক্ষণে ভীতি ছড়াতে থাকে বাংলাদেশ। দলীয় তৃতীয় মিনিটেই এগিয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা। গোলরক্ষক সামার রাজ্জাকের মারাত্মক ভুল কাজে লাগিয়ে বল জালে জড়ান নাজমুল হুদা।  

প্রথম গোলের রেশ না কাটতেই দ্বিতীয় গোল হজম করতে হয় পাকিস্তানকে। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢোকার মুখে লম্বা শটে ব্যবধান দ্বিগুণ করেন অপু। দ্রুত ২ গোল খেয়ে দিশেহারা হয়ে যায় পাকিস্তান। এরপর মনোযোগ দেয় রক্ষণ সামলানোর দিকে। তবে আক্রমণ চালাতে থাকে বাংলাদেশ। যদিও প্রথমার্ধে আর গোল হয়নি। 

দ্বিতীয়ার্ধে গোলের জন্য বাংলাদেশের তেমন তোড়জোড় চোখে পড়েনি। পাকিস্তানও বল জালে জড়ানোর সুযোগ পায়নি। ফলে ২-০ গোলের জয়ে ফাইনালে পৌঁছে প্রথমবারের মতো শিরোপার খুব কাছে গেল বাংলাদেশ। 

কেইউ/জনতারটিভি

Link copied!