ব্রাহ্মণবাড়িয়া'র সরাইল উপজেলা'র অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ মাঠে ২০২৫ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ মাঠে স্থানীয় বিএনপি নেতা গাজী মো. সিরাজ মিয়া'র সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্ট -২৫ এর সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র সদস্য, অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া -২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী আহসান উদ্দিন খান শিপন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি এই কলেজে সভাপতি হিসেবে কলেজের ছাত্র/ছাত্রীদের খেলা ধুলা এবং যেহেতু এই অরুয়াইল -পাকশিমুলের খেলা প্রেমী মানুষদের খেলা ধুলা করার জন্য অন্যকোনো বিকল্প মাঠ নেই। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের সাথে কথা বলেছি উনি আসবেন, আমাদের কলেজ দেখবেন এবং খেলাধুলা'র জন্য আমাদের এই মাঠটি কে আধুনিকায়ন করা হবে। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনারা জানেন, জাতীয় ক্রিয়া পরিষদের সচিব মহোদয়ের কাছ থেকে আমাদের কলেজে ফুটবলে'র উন্নয়নে একটি বিশাল বাজেট আনতে সক্ষম হয়েছি।
এছাড়াও প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে খেলার মাঠে 'র চার
পাশে 'র দর্শকদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি যদি রাষ্ট্রক্ষমতা পায়, তাহলে আপনাদেরকে কথা দিলাম এই অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ মাঠটি কে খেলাধুলা 'র নান্দনিক ডিজাইনের একটি মাঠে রুপান্তর করে হবে।
এসময় তিনি আরও বলেন, আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। আগামী নির্বাচনে তরুণ , তরুণীদের প্রথম ভোট হোক ধানের শীষে।
এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.খসরু নোমান,
সরাইল উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন রাজু , মুরাদ সর্দার, যুগ্ম সম্পাদক সরাইল উপজেলা বিএনপি জামাল হোসেন লস্কর, ছাত্র বিষয়ক সম্পাদক সরাইল উপজেলা বিএনপি, শাহ ওয়ালী উল্লাহ জাবেদ, সাবেক যুগ্ম সম্পাদক সরাইল উপজেলা বিএনপি, মাওলানা উসমান গনি, যুগ্ম আহ্বায়ক, সরাইল উপজেলা কৃষকদল, গিয়াস উদ্দিন সোহাগ, সাবেক যুগ্ম সম্পাদক সরাইল উপজেলা ছাত্রদল, মুর্শেদ জামান জালাল, আহ্বায়ক নোয়াগাঁও ইউনিয়ন যুবদল, নান্নু মিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক নোয়াগাঁও ইউনিয়ন যুবদল, সোহাগ মিয়া সাবেক যুগ্ম আহ্বায়ক নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদল, হাফিজুর রহমান মৈশান, সাবেক যুগ্ম আহ্বায়ক সরাইল উপজেলা ছাত্রদল। এছাড়াও উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়নের স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ ছাত্র দল, যুবদল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
আজকের সেমিফাইনাল ফুটবল খেলায় অংশগ্রহণ করেন অরুয়াইল ফুটবল একাডেমী ও গলানিয়া ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের মধ্য অরুয়াইল ফুটবল একাডেমী ০২ গোল করে এবং অপরদিকে গলানিয়া ফুটবল একাদশ ০১ গোল করে রেফারির বাঁশি 'র মাধ্যমে খেলার পরিসমাপ্তি ঘটে। অরুয়াইল ফুটবল একাডেমী ০১ গোলে বিজয় লাভ করে, আগামী ফাইনাল খেলায় অংশগ্রহণের স্থান অর্জন করেন।
পরে প্রধান অতিথি বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
কেইউ/জনতারটিভি
আপনার মতামত লিখুন :