• ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫
শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

শাপলা প্রতীক না পেলে কী করবে এনসিপি, জানালেন সারজিস

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৯:৪৪ পিএম

শাপলা প্রতীক না পেলে কী করবে এনসিপি, জানালেন সারজিস

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আইনগতভাবে এনসিপি শাপলা প্রতীক পায়। তবে তা আদায়ে যদি রাজপথ বা আদালতে যেতে হয়, আমরা যাব।’

আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের হুদুপাড়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, ‘প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস তার জায়গা থেকে বলেছেন, বিদেশি কিছু শক্তি তাদের জায়গা থেকে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। এই জায়গায় এনসিপি বা অন্য কোনো দলের কথা যদি বলেন, আমরা বরং চাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হোক। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সবসময় যেটা বলেছি, সেটা হচ্ছে একটা বিচার এবং সংস্কারের প্রক্রিয়া মধ্য দিয়ে গিয়ে একটা সুস্থ নির্বাচন হোক। এটা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুবই জরুরি।’

সারজিস আলম বলেন, ‘এটা আমাদের জায়গা থেকে এখন মনে হয়, দেখেন আমাদের শাপলা পাওয়ার সাথে নির্বাচন পেছানোর-আগানোর কোনো সম্পর্ক নাই। আমরা যেহেতু আইনগতভাবে শাপলাটা পাই। আইনগত কোনো বাধা নেই। আমরা মনে করি, নির্বাচন কমিশন তার ওই মেরুদণ্ড সোজা করবে যে, বাইরের কোনো চাপ-বাধাতে তারা চাপের পৃষ্ঠা না হয়ে আমাদের যে শাপলা মার্কাটা, যেটা আমরা আইনগতভাবে পাই, সেটা আমাদেরকে দিয়ে দিক। এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে—এটার লড়াইটা আলাদা। এটা আমার আমাদের মতো করে আইনগতভাবে যদি যাওয়া লাগে, রাজপথে যাওয়া লাগে আমরা সেভাবে যাব। এটার সাথেই নির্বাচন আগানো-পেছানোর কোনো সম্পর্ক নাই।’

মন্দির পরিদর্শনকালে সারজিস মন্দির কমিটির হাতে এনসিপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী তানবিরুর বারী নয়ন, জেলা যুবশক্তির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু কায়েস বাবুসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেইউ/জনতারটিভি

Link copied!