লড়াইটা ছিল শ্রীলঙ্কা ও আফগানিস্তানের, কিন্তু ম্যাচের দিকে তাকিয়েছিল বাংলাদেশ। আগেই এশিয়া কাপের সুপার ফোর শ্রীলঙ্কা নিশ্চিত করে রাখলেও বাকি ছিল ‘বি’ গ্রুপ থেকে তাদের সঙ্গী হবে কারা?
বাংলাদেশ নাকি আফগানিস্তান? শেষ পর্যন্ত আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সুপার ফোরে নিয়ে গেল শ্রীলঙ্কা।
শুক্রবার আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে ৮ বল হাতে রেখেই আফগানিস্তানকে ৬ উইকেটহারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে পা রেখেছে শ্রীলঙ্কা। সেই সঙ্গে বাংলাদেশও পৌঁছে গেছে সুপার ফোরে, বিদায় নিতে হয়েছে আফগানিস্তানের।
প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬৯ রান তোলে আফগানিস্তান। জবাবে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
আগামী শনিবার দুবাইয়ে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার ভারত ও পরদিন পাকিস্তানের বিপক্ষে খেলবে লিটন দাসের দল।
কেইউ/জনতারটিভি
আপনার মতামত লিখুন :