• ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫
শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫
এশিয়া কাপ

ফাইনালে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৮:১২ পিএম

ফাইনালে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ এমনিতেই হাইভোল্টেজ হয়। তার ওপর এশিয়া কাপ ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ মঞ্চ। সবমিলিয়ে দারুণ এক মহারণে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠেয় মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

ফাইনাল ম্যাচে আগের একাদশ নিয়েই খেলছে পাকিস্তান। তবে ভারতের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে ছিটকে গেছেন হার্দিক পান্ডিয়া। বাদ পড়েছেন আর্শদীপ সিং আর হরষিত রানাও। টুর্নামেন্টে প্রথমবারের মতো জায়গা হয়েছে রিংকু সিংয়ের। ফিরেছেন শিভাম দুবে আর জাসপ্রিত বুমরাহও।

১৯৮৪ সালে প্রথমবার এশিয়া কাপ মাঠে গড়িয়েছিল। অবশেষে ৪১ বছর পর এসে ভারত ও পাকিস্তান একসাথে উঠল ফাইনালে। এবার গ্রুপপর্ব ও সুপার ফোরে দুই দফা মুখোমুখি হয়েছে তারা, আর দু’বারই সহজ জয় পেয়েছে ভারত। তবে ক্রিকেটের চেয়ে এবার বেশি আলোচনায় এসেছে হাত না মেলানো, উত্তপ্ত বাক্যবিনিময় আর উসকানিমূলক অঙ্গভঙ্গি—যার শেকড় এই বছরের শুরুতে দুই দেশের সামরিক উত্তেজনায়।

পাকিস্তানের জন্য এশিয়া কাপ শিরোপা সাম্প্রতিক ব্যর্থতার দাগ মুছে দেবে। ভারতের বিপক্ষে তাদের রেকর্ড ভয়ংকর দুর্বল—১৫ টি–টোয়েন্টিতে ১২ হার। এশিয়া কাপে পাকিস্তান এখন পর্যন্ত মাত্র দু’বার চ্যাম্পিয়ন, যেখানে ভারত ৮ বার আর শ্রীলংকা ৬ বার শিরোপা জিতেছে।

দুই দলের একাদশ

ভারত: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

পাকিস্তান: ফখর জামান, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

কেইউ/জনতারটিভি

Link copied!