• ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫
শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

নবীনগরে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৫:৫৪ পিএম

নবীনগরে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে পানিতে ডুবে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার তিনটার দিকে বাড়ির পাশ্ববর্তী ডোবায় পানিতে ডুবে তারা মারা যায়।

নিহতরা হলেন বগডহর গ্রামের জামাল মিয়ার মেয়ে তিশা (০৯) ছেলে আরিয়ান (০৬)। তারা দুইজন বগডহর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে তিশা ও আরিয়ান দুই আপন ভাই বোন বাড়ির পাশ্ববর্তী ডোবায় গোছর করতে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। 

নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, বাড়ির পাশ্ববর্তী ডোবার পানিতে ডুবে আপন দুই ভাই বোন মারা গেছে।

নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত নয়।

কেইউ/জনতারটিভি

Link copied!