• ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫
শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

আশুগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় স্বেচ্ছাশ্রমে তৈরি দৃষ্টিনন্দন খেলার মাঠ

সেলিম পারভেজ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৭:৪৩ পিএম

আশুগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় স্বেচ্ছাশ্রমে তৈরি দৃষ্টিনন্দন খেলার মাঠ

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেল স্টেশন ও সাইলো’র মাঝ খানে প্রাকৃতিক পরিবেশে নির্মাণ করা হয়েছে একটি দৃষ্টিনন্দন  খেলার মাঠ। স্থানীয় একদল যুবক সেচ্ছাশ্রমে রেলওয়ের পরিত্যক্ত ভুমির বনজঙ্গল পরিস্কার  করে মাঠটি খেলার উপযোগী করা হয়েছে। এলাকার বিত্তবান ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় মাঠের চার পাশে দর্শকদের জন্য বেঞ্চ বসিয়ে  মাঠটি আরো দৃষ্টিনন্দন করা হয়।

স্থানীয় তরুণরা মাঠটির নাম দিয়েছে আশুগঞ্জ স্টেডিয়াম। এই স্টেডিয়ামকে ঘিরে ক্রীড়ামোদী যুব সমাজের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।প্রতিদিনই একদল ক্রীড়ামোদী যুবক মাঠের পরিচর্যা করছেন। এখন এই মাঠ উদ্বোধন করতে চলছে নানান প্রস্তুতি। মাঠে কখন খেলা শুরু  করবে এই অপেক্ষার বাঁধ  যেন  কিছুতেই মানতে পারছে না তরুণরা।

আশুগঞ্জ বিদুৎ কেন্দ্র ও সার কারখানায় মাঠ থাকলেও তা বহিরাগতদের খেলার কোন সুযোগ নেই । তাই আশুগঞ্জ উপজেলায় এমন একটি খেলার মাঠের প্রয়োজনীয়তা ছিল দীর্ঘদিনের।

মাঠের অন্যতম উদ্যোক্তা আলাউদ্দিন উম্মি বলেন মাদকের অবাধ ছড়াছড়ি থেকে যুব সমাজকে বাচাতে খেলাধুলার বিকল্প কিছু হতে পারে না। এই স্টেডিয়ামে ফুটবল ও ক্রিকেটসহ সব রকমের খেলাধুলার জন্য উম্মুক্ত। রাজনৈতিক দলগুলো চাইলে এ মাঠে সভা সমাবেশও করতে পারবে।

আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ বলেন উপজেলায় সার্বজনীন কোন খেলার  নেই।  তিন দিক সবুজে ঘেরা মেঘনা তীর ঘেষে মনোরম পরিবেশে  নির্মিত এই মাঠ এলাকার যুব সমাজকে খেলাধুলায় আরো উৎসাহিত  করবে।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো: এনামুল হক  তাদের এই সুন্দর উদ্যোগকে স্বাগত জানান। সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে এলাকার বিত্তবানদের এব্যাপারে এগিয়ে আসার আহবান জানান। 

কেইউ/জনতারটিভি

Link copied!