• ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫
শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

সরাইলে জুলাই গণঅভ্যুত্থানে নিহত দুই শহীদদের কবর জিয়ারত ও স্মৃতিস্তম্ভ উদ্বোধন

মো. বাদল মিয়া, সরাইল প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৮:১৩ পিএম

সরাইলে জুলাই গণঅভ্যুত্থানে নিহত দুই শহীদদের কবর জিয়ারত ও স্মৃতিস্তম্ভ উদ্বোধন

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ জসিম উদ্দিন ও শহীদ রায়হান উদ্দিনের স্মরণে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ২টি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত ২টি স্মৃতিস্তম্ভ মঙ্গলবার বিকেলে উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। পরে তিনি শহীদ জসিম উদ্দিন ও  শহীদ রায়হান উদ্দিন এর কবর জিয়ারত করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন বলেন, উপজেলা পরিষদ থেকে আমরা শহীদদের কবরকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছি। তারা দেশের জন্য শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের সকলকেই সম্মান রাখতে হবে।

শহীদ মো. জসিম উদ্দিন অরুয়াইল ইউনিয়ন বারপাইকা গ্রামের মোঃ জরুন মিয়া'র ছেলে ও শহীদ রায়হান উদ্দিন পাকশিমুল ইউনিয়নের তেলিয়াকান্দি গ্রামের মোঃ ফারুক আহাম্মদ 'র ছেলে। তারা দুজনই ফ্যাসিবাদ বিরোধী সরকারের ছাত্রজনতার আন্দোলনে  রাজপথে শহীদ হয়েছেন। দু'জনই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি।

এসময় সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাজহারুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিন, সমাজ কর্মী আবুল বাশার মাস্টার, অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আব্দুল আজিজ,যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শফি উদ্দিন, অরুয়াইল ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোঃ নবী হোসেন, অরুয়াইল ইউনিয়ন পরিষদের সদস্য মো. শরীফ উদ্দিন, মো. ওমর আলী, পাকশিমুল  ইউনিয়ন পরিষদের সদস্য মো. হেলাল উদ্দিনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

কেইউ/জনতারটিভি

Link copied!