বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহরে ফ্রি হার্ট চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
জেলা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে উপজেলার তালশহর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ হার্ট ক্যাম্প অনুষ্টিত হয়।
জেলা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট মোহাম্মদ হাবিবউল্লাহ এর সভাপতিত্বে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন জেলা শাখার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্বা এডভোকেট মিন্টু ভৌমিক।এতে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহ সভাপতি আহমেদ শেখ জামাল,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ একে,এম জাকারিয়া।
'আপনার রক্তচাপ সঠিকভাবে মাপুন,নিয়ন্ত্রণে রাখুন, সুস্থ জীবন উপভোগ করুন" এই শ্লোগানে উক্ত হার্ট ক্যাম্পে ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্ডিওলজি কনসালটেন্ট ডাঃ আব্দুল মতিন সেলিম,মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল মাওয়া রোগীদের চিকিৎসা প্রদান করেন।হার্ট ক্যাম্পটির সার্বিক তত্বাবধানে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জিয়া উদ্দিন জিয়া।
হার্টের সুস্থতায় জনসচেতনা বৃদ্ধি করা লক্ষ্যে শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৩০০ রোগীকে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান করা হয়।
কেইউ/জনতারটিভি
আপনার মতামত লিখুন :