ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদ মিয়াকে (৩৫) বিমান বন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর গত ৫ ই আগস্ট থেকে আত্মগোপনে থাকা মুরদ মিয়া গত (২৮ অক্টোবর) বিদেশে পালোনোর চেস্টাকালে ইমিগ্রেশন পুলিশ ঢাকা শাহজালাল ( রঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে।
আটকের পর ইমিগ্রেশন পুলিশ তাকে আখাউড়া থানায় সোপর্দ করে। আটককৃত মুরাদ মিয়া জেলার আখাউড়া থানার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের শাহজাহান ভূইয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, মুরাদ মিয়া আখাউড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আখাউড়া উপজেলার সাবেক সহ-সভাপতি ও আহবায়ক এবং উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য ছিলেন।
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন জানান, মুরাদ মিয়া আখাউড়া থানায় বিস্ফোরক আইনে করা মামলায় এজাহারভুক্ত একজন আসামি। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় মুরাদ মিয়াকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে আমাদের থানায় হস্তান্তর করেছে। আমরা তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালনা করার জন্য তাকে আদালতে প্রেরণ করেছি।
কেইউ/জনতারটিভি
আপনার মতামত লিখুন :