• ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫
শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

নবীনগরে মালাই গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে `ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫‍‍` মেগা সেমিফাইনাল অনুষ্ঠিত

রোমন হায়দার (ব্রাহ্মণবাড়িয়া) বাঞ্ছারামপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ১১:৩৩ পিএম

নবীনগরে মালাই গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে `ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫‍‍` মেগা সেমিফাইনাল অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মালাই গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর মেগা সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শুক্রবার (৩ অক্টোবর)।

প্রথম রাউন্ডের সেমিফাইনালে মাঠে নামে চুউরিয়া ফুটবল একাদশ বনাম জুলাইপাড়া ফুটবল একাদশ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় চুউরিয়া একাদশ। টানা তিন গোল করে ৩–০ ব্যবধানে প্রতিপক্ষ জুলাইপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে তারা জয় ছিনিয়ে নেয়।

এতে মাঠ জুড়ে সৃষ্টি হয় টানটান উত্তেজনা ও দর্শকদের উচ্ছ্বাস। জয়লাভ করে চুউরিয়া ফুটবল একাদশ মেগা ফাইনালের টিকিট নিশ্চিত করে।

খেলায় সভাপতিত্ব করেন হাজী দুলাল মিয়া, সহ-সভাপতিত্ব করেন বাদল মিয়া। বিশেষ অতিথি ছিলেন ওমান প্রবাসী শাহা আলম। টিম ম্যানেজার ছিলেন হাজী আব্দুল্লাহ আল মামুন। পুরো খেলার স্পন্সর হিসেবে সহযোগিতা করেন সৌদি প্রবাসী রাশেদ মিয়া (মুন্সী বাড়ি, চুউরিয়া, নবীনগর)। সার্বিক সহযোগিতা করেন চুউরিয়া গ্রামবাসী।

চুউরিয়া একাদশের খেলোয়াড়রা ছিলেন, দলীয় অধিনায়ক : শাহজাহান কিং,  গোলকিপার : ফিরোজ, মিডফিল্ডার : শামীম, মোর্শেদ, এনি ফরেন, নানা, আতিক, উইঙ্গার : আরমান, বিশেষ খেলোয়াড় : টাইগার নানী ফরেন। খেলা শেষে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন মালাই গ্রামবাসী ও প্রবাসীরা।

কেইউ/জনতারটিভি

Link copied!