ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশ্ববর্তী ডোবায় কচুরিপানা তোলার সময় বজ্রপাতে নজর আলী (৫০) নামের এক কৃষক মৃত্যু হয়েছে। সে মুক্তারামপুর গ্রামের হাসিম মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নজর আলী ও তার স্ত্রী জোলেখা বৃহষ্পতিবার বিকেলে বাড়ির পাশ্ববর্তী ডোবায় কচুরিপানা তোলার সময় বজ্রপাতে আহত হলে স্থানীয়রা নজর আলী উদ্ধার করে ছলিমগঞ্জ অলিউল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, নজর আলীকে হাসপাতালে আনা আগেই সে মারা যায়। তবে তার স্ত্রী বর্তমানে সুস্থ রয়েছে।
বড়িকান্দি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লাল মিয়া বলেন, কচুরিপানা তোলার সময় হঠাৎ বজ্রপাতে নজর আলীর মৃত্যু হয়। এই ঘটনার তার স্ত্রী জোলেখা বেগম আহত হয়েছে।
নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, বজ্রপাতে নজর আলী নামে এক ব্যাক্তি বজ্রপাতে মারা গেছেন।
কেইউ/জনতারটিভি
আপনার মতামত লিখুন :