ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল (প্রায় ১৬০ কিলোমিটার) দূরে পৌঁছেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। বুধবার (১ অক্টোবর) তাদের সর্বশেষ আপডেটে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্বের ৪০টি দেশের প্রায় ৫০০ জন অধিকারকর্মী ৪৫টি ছোট-বড় জাহাজে করে গাজার উদ্দেশ্যে চলছে। তারা শুধুমাত্র ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্য নয়—গাজা উপকূলে ইসরায়েলি আরোপিত নৌ অবরোধ ভাঙাও তাদের প্রধান উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
আয়োজকদের এক্স (টুইটার) পোস্টে বলা হয়েছে, “আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় যাচ্ছি। সতর্ক থাকুন। ইসরায়েলি সেনাবাহিনী রাত্রে ভীতি প্রদর্শনের কৌশল অবলম্বন করলেও আমরা শান্ত ও সঠিক নিরাপত্তা পদ্ধতি মেনে এগিয়ে চলেছি। আগেরবার ‘মাইদিন’ নামের যে জাহাজটি ইসরায়েলি কর্তৃপক্ষ আটক করেছিল, সেখানে থেকে আমরা অনেক দূরে এসেছি।”
তারা আরও অনুরোধ করেছেন—“ইসরায়েলি হুমকি আমাদের থামাবে না। আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনার দেশের গভর্নমেন্টকে চাপ দিন এবং ট্র্যাকার ও সরাসরি সম্প্রচারের মাধ্যমে নৌযানগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করুন।”
ইতিমধ্যেই ইসরায়েলি গণমাধ্যম ইয়েনেট রিপোর্ট করেছে যে ইসরায়েলি নৌবাহিনী এসব জাহাজ আটক করার প্রস্তুতি নিচ্ছে এবং অধিকারকর্মীদের বিরুদ্ধে বলপ্রয়োগ করে জাহাজ জব্দের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য মোকাবিলায় হতাহতের আশঙ্কা বিবেচনা করে আসোদ বন্দরের আশপাশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখতে বলা হয়েছে। এছাড়া আসোদ বন্দরে প্রায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করেছে ইসরায়েল।
আপনার মতামত লিখুন :