• ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

কেমন প্রেমিকা হতে চান তামান্না— জানালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১২:৫২ পিএম

কেমন প্রেমিকা হতে চান তামান্না— জানালেন অভিনেত্রী

ছবি: সংগৃহীত

বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের ধকল কাটেনি তামান্না ভাটিয়ার। যদিও সেই যন্ত্রণা বুকে নিয়েই নতুন করে শুরুর কথা ভাবছেন। সেইসঙ্গে হবু জীবন সঙ্গীর জন্য নিজেকে গড়ছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের নতুন শো ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ প্রচারের সময় তামান্না জানান, তিনি কেমন প্রেমিকা হতে চান। নায়িকা বলেন,“আমি এমন একজন প্রেমিকা হতে চাই, যার মনে হবে আমার জীবনে তামান্নার আসাটা একটা ভালো সিদ্ধান্ত ছিল। যে-ই সেই ভাগ্যবান মানুষ হোক, আমি এখন থেকেই তার জন্য নিজেকে প্রস্তুত করছি। প্যাকেজ শিগগিরই ডেলিভার হবে।”

তামান্না-বিজয়কে নিয়ে ফিসাফাসের শুরু ২০২৩ সালে। সে বছর বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। ওই বছরের শুরুতে গোয়ায় বিজয়ের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন তামান্না। আর সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বলিউডে ছড়িয়ে যায় বিজয় ও তামান্নার প্রেমকাব্য। অপেক্ষা ছিল গাঁটছড়া বাঁধার। কিন্তু তার আগেই বাজে বিচ্ছেদের সুর।

কেইউ/জনতারটিভি

Link copied!