• ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি বিশেষ অভিযানে চোরাচালানী মালামাল ও মাদক জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১০:৪৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি বিশেষ অভিযানে চোরাচালানী মালামাল ও মাদক জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনে ট্রানজিট ক্যাম্পের বিশেষ টাস্ক ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযানে জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকা থেকে ভারত থেকে আসা উন্নতমানের ৩ হাজার ১৭২ পিস সানগ্লাস এবং ২ হাজার ২০০ পিস বাজি জব্দ করা হয়। এই চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪০,২৬,৪০০ টাকা। জব্দকৃত সানগ্লাস ও বাজি বর্তমানে আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, ১৬ সেপ্টেম্বর ট্রানজিট ক্যাম্পের বিশেষ টাস্ক ফোর্স ৭৮ কেজি গাঁজা, ১৩৩ বোতল স্কফ এবং ৫৮ বোতল বিদেশি মদ জব্দ করে, যার আনুমানিক মূল্য ছিল ৪,১৩,২০০ টাকা।

২৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে কোন প্রকার অবৈধ চোরাচালানী বা মাদকদ্রব্য যেন প্রবেশ না করতে পারে, সেই লক্ষ্যে সরাইল ব্যাটালিয়ন বদ্ধপরিকর। 

তিনি আরও বলেন, অবৈধ চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!