• ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সরাইল উচালিয়াপাড়া রাস্তার বেহাল দশা, ভোগান্তির শিকার জনসাধারণ

মোঃ বাদল মিয়া, সরাইল প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৮:৩৬ পিএম

সরাইল উচালিয়াপাড়া রাস্তার বেহাল দশা, ভোগান্তির শিকার জনসাধারণ

সংগৃহীত

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা'র সরাইল উপজেলার সদর উচালিয়া পাড়া'র সার্কুলার রাস্তাটি'র এখন বেহাল দশা। রাস্তা দিয়ে চলাচলে প্রতিদিন ভোগান্তিতে পড়েছেন উচালিয়াপাড়াসহ আশেপাশের গ্রামের লোকজন। শুধু তাই নয় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে যাতায়াতের একমাত্র রাস্তা টি। উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, রাস্তাগুলোর কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তা ভেঙে পড়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা গর্তগুলো ডুবে গেছে।দুর্ভোগ:স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কর্মজীবী এবং কৃষকদের যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

পরিবেশ দূষণ: ধুলাবালি বেড়ে যাওয়ায় স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং মানুষের অ্যালার্জিজনিত রোগের প্রকোপ বাড়ছে।

স্থানীয়রা জানান, উপজেলা সদরে অবস্থিত সরাইল   ইউনিয়ন (সরাইল নাছিরনগর আঞ্চলিক সড়কের পাশে) রাস্তাটি প্রায় গত দশ বছরেও সংস্কার না হওয়ায় কাদামাটি ও পানি জমে কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে।

গতকালের সামান্য বৃষ্টিতে পানি জমে তাদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে কয়েকগুন। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ভ্যানচালক বাছির । ভ্যান চালিয়েই চলে তার সংসার। রাস্তা নিয়ে তার অভিযোগ, ভাঙা রাস্তার কারণে ভ্যানটানা খুব কষ্ট হয়। একটু ভারী মাল থাকলে গাড়ি উল্টে যায়। উচালিয়া পাড়ার  বাসিন্দা জাকারিয়া বলেন, ‘ কয়েক বছর পর পর রাস্তা ঠিক করে, আবার নষ্ট হয়ে যায়। ট্রাক চলাচলের কারণে পিচপাথর উঠে জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে। তারমধ্যে একটু বৃষ্টি আসলে সব ডুবে যায়।

মানুষ শান্তি মতো চলাচল তো দূরের কথা, বাজারঘাটও ঠিকভাবে করতে পারে না।’গ্রামের শিক্ষার্থী সহ অনেকেই বলেন, আমাদের দুর্ভোগ দেখার কেউ নাই। বইপত্র নিয়ে প্রতিদিন খুবই কষ্টে যাতায়াত করতে হচ্ছে। আর বৃষ্টি এলে কাদা রাস্তা দিয়ে কোনো শিক্ষার্থী স্কুলে যেতে পারে না। আমরা চাই রাস্তাটি যেন সরকার দ্রুত সংস্কার করে দেয়।

এ বিষয়ে সরাইল উপজেলা এলজিইডি উপ- সহকারী প্রকৌশলী মো. আবদুর রহিম মিয়া বলেন, উচালিয়া পাড়া সার্কুলার রাস্তাটি সংস্কারের জন্য পাঠানো হয়েছে( বিআর'আরপি) গ্রামীণ সড়ক পূর্ণবাসন প্রকল্পে নথিভূক্ত করা হয়েছে।  অনুমোদন আসলে দ্রুতই কাজ করা হবে।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো.মোশারফ হোসাইন বলেন,রাস্তাকে দ্রুত সংস্কার করা প্রয়োজন কারণ এর অবস্থা খুবই খারাপ, এ  ব্যাপারে এলাকাবাসী আমাকে জানিয়েছে। উপজেলার ক্ষতিগ্রস্ত রাস্তা গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে।

Link copied!