দৈনিক যায়যায়দিন পত্রিকা ও মোহনা টেলিভিশনের সরাইল প্রতিনিধি এবং সরাইল উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সরাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল হুদা ও সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শোকবার্তায় রিপোর্টার্স ইউনিটির দুই নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক শফিকুর রহমান মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
কেইউ/জনতারটিভি
আপনার মতামত লিখুন :