• ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সরাইলে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ ও স্বর্ণালংকার লুট

মোঃ বাদল মিয়া, সরাইল 

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৭:৩৭ পিএম

সরাইলে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ ও স্বর্ণালংকার লুট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে প্রবাসী সিরাজ মিয়ার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর মা লিল বানু মঙ্গলবার দুপুরে সরাইল থানায় উপস্থিত হয়ে চুরির বিষয়টি পুলিশকে অবগত করে লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী লীল বানু বলেন, আমার তিন ছেলেই প্রবাসে থাকার কারণে বাড়িটি পুরুষ শূন্য। দুই ছেলের পরিবার সরাইল উপজেলা সদরে'র বাড়িতে ও টিঘরের এই বাড়িতে মিলেমিশে বসবাস করে। গতকাল আমি হঠাৎ অসুস্থ অনুভব হলে ছেলের বউয়েরা কেউ না থাকায় ঘর ঠিকঠাকভাবে বন্ধ করে মেয়ের বাড়িতে চলে যায় ও প্রতিবেশীদের খেয়াল রাখার কথা বলে যায়। 

হঠাৎ মঙ্গলবার সকাল ৬ টায় বেশক'জন আমাদের কল করে জানান, আমার বসতঘরে চুরি হয়েছে ও সবকিছু এলোমেলো। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক এসে দেখি বাড়ির আসবাবপত্র সব এলোমেলো ও ড্রয়ার এবং বেশকিছু মালামাল ভাঙা। 

তিনি আরও বলেন, গতকালের চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ৫,৮০,০০০ টাকা, তিন পুত্রবধূর আনুমানিক ১৫ ভরি স্বর্ণালংকার ও রাইস-কুকার, ব্লেন্ডার, আইরন, ফ্যান, বিদেশি কাপড়চোপড়, কম্বল'সহ ট্রলি পর্যন্ত নিয়ে গেছে। এছাড়াও বেশকিছু আসবাবপত্র ও দামি মালামাল ভেঙে ফেলেছে। আমরা ন্যায় বিচার চায়। 

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী বলেন, লিখিত অভিযোগ আমরা পেয়েছি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!