• ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
পরীমণি

এই সুখে কারো যেন নজর না লাগে

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৩:৫৫ পিএম

এই সুখে কারো যেন নজর না লাগে

ছবি: সংগৃহীত

হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য ও কন্যা সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়েই তার সুখের সংসার। স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর তার ছোট্ট ভুবনে ছিল নানা শামসুল হক গাজী। তিনি ২০২৩ সালের ২৩ নভেম্বর দিবাগত রাতে মারা যান।

নানার মৃত্যুতে অনেকটাই ভেঙে পরেন পরীমণি। কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে নিজেকে শক্ত করে নিয়েছেন এই অভিনেত্রী। আড়ালে চোখের পানি মুছে হাসিখুশি থাকার চেষ্টা করেছেন। ছুটে বেড়িয়েছেন আর ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন কাজে। যার প্রমাণ মেলে তার ফেসবুকে পোস্টে।

এদিকে, ফেসবুকে বেশ সরব পরীমণি। কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা কিছুই তিনি শেয়ার করেন এই মাধ্যমে। তারই ধারাবাহিকতায় এবার পরী দুই সন্তানের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে লিখলেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা (দুই সন্তান)। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে। গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসলো। কী লাগে জীবনে আর! শুকরিয়া খোদা। আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন, এই সুখে কারো নজর না লাগে।’

সবশেষে এই অভিনেত্রী লিখেছেন, ‘আহা! কি সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’

কেইউ/জনতারটিভি

Link copied!