• ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সরাইলের অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

মো. বাদল মিয়া, সরাইল প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৭:৩৫ পিএম

সরাইলের অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে'র অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবাগত ছাত্র/ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায়  আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ অডিটরিয়ামে কলেজে 'র অধ্যক্ষ মো.ইকবাল হোসেন মৃধার সভাপতিত্বে শারীরিক শিক্ষক মো. রফিকুল ইসলাম ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রেহানা উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। প্রধান বক্তা আহসান উদ্দিন খান শিপন, (সভাপতি) অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে নবাগত ছাত্রছাত্রীদের বলেন, এইচএসসি লেভেলটা হচ্ছে জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় এই সময়ে সিদ্ধান্ত নিতে হবে, তুমি জীবনে কি করতে চাও। জীবনকে কাজে লাগাতে ও প্রতিষ্ঠিত করতে পড়াশোনার কোন বিকল্প নেই। এছাড়াও তিনি বার্নাড রাসেল 'র বিখ্যাত উদ্ধৃতির কথা বলেন যে, আমাদের জীবনের বাম পাশে একটি সংখ্যা আছে সেটি হল "ওয়ান "আর বাকি সব শূন্য,"ওয়ান"হল পড়াশোনা। পড়াশোনা ব্যাথিত যত এক্টিভিটিস আছে এগুলো জীবনে সফলতার জন্য কোন কাজে আসবে না। তাই পড়াশোনা 'র বিকল্প নেই। জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে তোমারা পড়াশোনায় মনোযোগী হও।

প্রধান বক্তা ও কলেজের সভাপতি আহসান উদ্দিন খান শিপন‌ বলেন, সকল ধর্মই শিক্ষা 'র উপর গুরুত্ব দিয়েছে। তিনি বলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ ( সা:) বলেছেন  "শিক্ষা অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও" এছাড়াও তিনি বলেন, আমি যদি সরাইলের নোয়াগাঁও থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতে পারি। তোমার কেন পারবা না। এখন তোমাদের যে সময়, জীবন টাকে পড়াশোনায় কাজে লাগাও এবং সিদ্ধান্ত নেও তোমরাই আগামী দিনে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এবং দেশ পরিচালনা'র দায়িত্ব নিবে। তাই পড়াশোনা 'র কোন বিকল্প নেই।

এসময় তিনি আরও বলেন, আমাদের কলেজে তোমাদের কে পড়াশোনায় যোগ্য হিসেবে গড়ে তুলতে যথেষ্ট পরিমাণ স্বনামধন্য শিক্ষক ও শিক্ষার পরিবেশ আছে। শুধুমাত্র দরকার তোমাদের শ্রম ও অধ্যবসায়।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য মো. মাজহারুল হক,মো. মিজানুর রহমান, অভিভাবক সদস্য মো. শফিকুল ইসলাম। অরুয়াইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন, সমাজ কর্মী এডভোকেট জালাল উদ্দিন ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমুখ।

উল্লেখ্য ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠান শুরুর আগে অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের নবনির্মিত কলেজ গেইট উদ্বোধন করেন, প্রধান অতিথি, কলেজের সভাপতি ও কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট ব্যাক্তি বর্গ।

কেইউ/জনতারটিভি

Link copied!