• ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

১১ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে ৭ বছর পর ফিরল লাক্স সুপারস্টার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:২১ পিএম

১১ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে ৭ বছর পর ফিরল লাক্স সুপারস্টার

সংগৃহীত

দীর্ঘ ৭ বছরের বেশি সময় পর আবারও ফিরল গ্ল্যামারাস বিউটি প্রতিযোগিতা লাক্স সুপারস্টার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১১ হাজারের বেশি প্রতিযোগীর নিবন্ধন নিয়ে এ প্রতিযোগিতা ইতোমধ্যেই ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। যা অনুষ্ঠানের ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণের রেকর্ড।

অভিনয়, স্টাইলিং ও কনটেন্ট ক্রিয়েশন; এই তিন ক্যাটাগরিতে অংশ নেবেন প্রতিযোগীরা। এই সিজনের প্রতিযোগীরা জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, জয়া আহসান এবং পরিচালক রায়হান রাফীর কাছ থেকে নানা দিকনির্দেশনা পাবেন।

এই বিশাল কর্মসূচিতে রয়েছে লাইভ অডিশন, বুটক্যাম্প এবং মেন্টরশিপ সেশন, যা প্রতিযোগীদের তারকা হয়ে ওঠার যাত্রাকে করবে আরও সমৃদ্ধ। সব মিলিয়ে নতুনদের জন্য একটা কমপ্লিট গ্রৃমিং প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।

এবারের সিজনের অফিসিয়াল ই-কমার্স পার্টনার হিসেবে যুক্ত রয়েছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স বিউটি প্ল্যাটফর্ম ‘সাজগোজ’। সাজগোজ-এর অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ প্রীতি গণমাধ্যমে বলেন, ‘লাক্সের সঙ্গে আমাদের পার্টনারশিপ দীর্ঘদিনের। লাক্স সুপারস্টারের মতো একটি জনপ্রিয় আয়োজনের অফিসিয়াল ই-কমার্স পার্টনার হতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়।’

লাক্স সুপারস্টার এবং সাজগোজ এর মধ্যে এই যৌথ উদ্যোগ বিউটি ইন্ডাস্ট্রি আর ই-কমার্সে নতুন সম্ভাবনা তৈরি করবে।

প্রসঙ্গত, লাক্স সুপারস্টার বাংলাদেশের প্রধান গ্ল্যামারাস বিউটি প্রতিযোগিতা, যা বিনোদন শিল্পে সফল ক্যারিয়ার তৈরি করার জন্য পরিচিত।

Link copied!