ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে তদবির করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের ৫০ বছর বয়সী আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়া।
মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়ার বিরুদ্ধে দুটি হত্যাসহ মোট চারটি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলা ধামাউড়া গ্রামের সাবেক ইউপি সদস্য শিরিন আক্তারকে মারধরের অভিযোগে গত শনিবার সরাইল থানায় দায়ের করা হয়েছে। বাচ্চু মিয়া ওই ঘটনায় এক নম্বর আসামি।
পুলিশ জানায়, সোমবার বিকেলে বাচ্চু মিয়া পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ওই মামলাটি মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেন। পুলিশ সুপারের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, বাচ্চু মিয়ার নেতৃত্বে শিরিন আক্তারকে মারধর করা হয়েছে এবং তার লোকজন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। শিরিন বলেন, তাদের ভয়ে আমি একা মেয়েকে স্কুলে আনা-নেওয়া করতে পারছি না। আমি এই ঘটনার ন্যায়বিচার চাই।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাচ্চু মিয়াকে সোমবার সন্ধ্যায় থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ মোট চারটি মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :