ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফেরদৌস আরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক মেরাজুল ইসলাম।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, ছয়ফুল্লাহকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ইমাম, গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা মূলত ক্ষুদ্র দেওয়ানী ও ফৌজদারী বিরোধ নিষ্পত্তিতে কাজ করে। অনধিক তিন লক্ষ টাকা মূল্যমানের বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে সমাধান করা সম্ভব। গ্রাম আদালত পরিচালিত হয় ‘গ্রাম আদালত আইন, ২০০৬’ এবং এর সংশোধনী ২০২৪ অনুযায়ী।
আপনার মতামত লিখুন :