ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সনাতনী ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর) আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
ভারতে এইদিন সরকারি ছুটি থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে নিয়মিত বাণিজ্য কার্যক্রম পুনরায় চালু হবে।
উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যসহ সাতটি পাহাড়ি রাজ্যে শুটকি মাছ, পাথরসহ প্রায় অর্ধশতাধিক পণ্য রপ্তানি করা হয়।
আপনার মতামত লিখুন :