• ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আশুগঞ্জ তালশহরে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কালনী এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৮:১২ পিএম

আশুগঞ্জ তালশহরে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কালনী এক্সপ্রেস

ছবি: সংগৃহীত

অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেল স্টেশনে   বিকট শব্দে কালনী এক্সপ্রেস ট্রেনের কাপলিং খুলে পিছনের ৩টি বগি আলাদা হয়ে যায় ।এসময় যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

এতে আপ লাইনে ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন চালক বিষয়টি বুঝতে পেরে ২/ ৩'শ মিটার দুরে গিয়ে  ট্টেনটি থামিয়ে দেয়।এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

পরে ট্রেনটি পিছনে ফিরে এসে আলাদা হয়ে যাওয়া ৩টি বগি যুক্ত করে প্রায় দেড় ঘন্টা পর দুপুর সোয়া ১টায় কালনী এক্সপ্রেস  তালশহর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়  ।

উল্লেখ্য যে, গত ৪ সেপ্টেম্বর দুপুরে তালশহর স্টেশনে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কম্পিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছিল।

এ ব্যাপারে তালশহর রেলওয়ে স্টেশনের মাষ্টার মো. শহিদুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া যাত্রাবিরতি দিয়ে  ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশন পাড় হওয়ার সময় পিছনের তিনটি বগি চলন্ত অবস্থায় কাপলিং খুলে আলাদা হয়ে যায়।

যার কারনে আপ লাইনে ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনটির ইঞ্জিনসহ বাকি বগিগুলো আবার পিছনে এনে যুক্ত  করে দেড় ঘন্টা পর দুপুর সোয়া ১টায় ট্রেন চলাচল  স্বাভাবিক করা হয়েছে।

Link copied!