জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম বলেছেন, এনডিএম-এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জননেতা ববি হাজ্জাজ এবং জুলাই আন্দোলনের সাহসী কর্মীরা আজ আবারও নতুন করে ষড়যন্ত্রের মুখোমুখি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ স্বৈরাচারী কায়দায় জনগণকে গণতন্ত্র থেকে বঞ্চিত করছে, অধিকার কেড়ে নিচ্ছে এবং যারা সত্য কথা বলে তাদের কণ্ঠরোধে একের পর এক চক্রান্ত চালাচ্ছে। হত্যা, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তারা মনে করছে আন্দোলন দমন করা যাবে। কিন্তু জুলাই আন্দোলন শুধু একটি তারিখ নয়, এটি কোটি মানুষের বুকের ভেতর জমে থাকা স্বাধীনতার চিৎকার।
শাহেদুল আজম বলেন, “আজ যখন একের পর এক ষড়যন্ত্র চলছে, তখন আমাদের বুঝতে হবে এই লড়াই কেবল ববি হাজ্জাজ বা এনডিএম-এর নয়, এটি গোটা জাতির লড়াই। এখানে ব্যক্তিগত স্বার্থ, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা মতপার্থক্যের কোনো জায়গা নেই।”
তিনি উল্লেখ করেন, এখন আর সময় নেই বিভাজন বা মতবিরোধের। “যতদিন আমরা নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত থাকবো, ততদিন সুযোগসন্ধানীরা সেই দুর্বলতাকে কাজে লাগাবে। তাই আমাদের চোখ-কান খোলা রাখতে হবে এবং গণতন্ত্র রক্ষায় ঐক্যের পতাকা উঁচু করে ধরতে হবে।”
তিনি বলেন, আমরা কেবল একটি রাজনৈতিক দলের সদস্য নই, আমরা কোটি মানুষের প্রতিনিধি। জুলাই আন্দোলন হলো সেই অঙ্গীকার, যেখানে যুবক, শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ রক্ত ও ত্যাগ স্বীকার করেছে। সেই ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।
শাহেদুল আজম আরও বলেন, “শোষণ, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। কোনো ষড়যন্ত্র, কোনো হুমকি বা হত্যাচেষ্টা এই শক্তিকে দমিয়ে রাখতে পারবে না। তাই আমি সব রাজনৈতিক দল, মত ও পথ নির্বিশেষে দেশপ্রেমিক মানুষকে আহ্বান জানাই আসুন, আমরা ঐক্যবদ্ধ হই। আসুন, আমরা একত্রে দাঁড়াই। জনগণের শক্তির সামনে কোনো স্বৈরাচার টিকতে পারে না।
গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের শপথ হোক গণতন্ত্রকে বাঁচাবো, দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় আবারো লড়াই করবো, আবারো রাস্তায় নামবো, আবারো ইতিহাস সৃষ্টি করবো। জুলাই আন্দোলনের চেতনা আমাদের শক্তি ও দিকনির্দেশনা। সেই শক্তি নিয়েই আমরা এগিয়ে যাবো।
কেইউ/জনতারটিভি
আপনার মতামত লিখুন :