• ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নাসায় চীনাদের নিষিদ্ধ ঘোষণা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৯:১৮ পিএম

নাসায় চীনাদের নিষিদ্ধ ঘোষণা

সংগৃহীত

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় চীনা নাগরিকদের নিষিদ্ধ করা হয়েছে।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চীনা নাগরিকরা কেবল ঠিকাদার বা গবেষণায় অবদান রাখা শিক্ষার্থী হিসেবে নাসায় কাজ করতেন।

তারা গত ৫ সেপ্টেম্বর জানতে পারেন যে, নাসার সিস্টেম ও স্থাপনাগুলোতে তাদের সব ধরনের প্রবেশাধিকার বাতিল করা হয়েছে।

নাসাও বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘আমাদের কাজের নিরাপত্তা নিশ্চিত করতে চীনা নাগরিকদের সংস্থার স্থাপনা, উপকরণ ও নেটওয়ার্ক ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হবে।’

এর আগে চীনা নভোচারীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকেও বাদ দেওয়া হয়। কারণ ওয়াশিংটন নাসাকে চীনের সঙ্গে তথ্য ভাগাভাগি করতে নিষেধ করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তিগত আধিপত্য অর্জনের প্রতিযোগিতায় বেইজিং ও ওয়াশিংটন এখন একে অপরের প্রতি আরও সতর্ক হয়ে উঠেছে। এই সন্দেহের কারণে অনেক চীনা শিক্ষার্থীর জন্য, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য, ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে। এমনকি ভিসা পাওয়ার পরও তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।

Link copied!