ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টিতে হ্যাম্পশায়ারের দেওয়া বিশাল ২২১ রানের লক্ষ্য তাড়া করে চার বল হাতে রেখেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে এসেক্স। এই স্মরণীয় জয়ে মূল ভূমিকা রাখেন উইকেটরক্ষক-ব্যাটার জর্ডান কক্স, যিনি খেলেছেন এক অসাধারণ, বিস্ফোরক ইনিংস- মাত্র ৬০ বলে ১৩৯ রানের অপরাজিত ইনিংস।
এই ইনিংসের মধ্যে ছিল ১১টি চার ও ১১টি ছক্কা, যা তাকে ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক বানিয়েছে। এর আগে ইংল্যান্ডের হয়ে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল সল্টের ১১৯ রান ছিল সর্বোচ্চ।
বড় লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ওভারে ব্যাটিংয়ে নামেন কক্স। শুরু থেকেই খেলেন আগ্রাসী ভঙ্গিতে। জেমস ফুলারের এক ওভারে টানা তিন চার ও একটি ছক্কা মেরে জানান দেন, এসেক্স সহজে হার মানবে না। ২২ বলেই তুলে নেন ফিফটি। সেঞ্চুরি স্পর্শ করেন মাত্র ৪৭ বলে।
এই দুরন্ত ব্যাটিংয়ে একদিকে যেমন স্কোরবোর্ড সচল রেখেছেন, অন্যদিকে তুলে নিয়েছেন একের পর এক বড় শট। তাঁর ব্যাটে ভর করে এসেক্স গড়ে তোলে জয়ের ভিত।
শেষ ওভারে এসেক্সের প্রয়োজন ছিল ১১ রান। সেই চাপ মুহূর্তেই হালকাভাবে নিয়ে জেমস ফুলারের প্রথম দুই বলেই দুটি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কক্স। চার উইকেট হাতে রেখে এসেক্সের এই জয় হয়ে ওঠে এই আসরে অন্যতম স্মরণীয় একটি ম্যাচ।
এটি কক্সের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি, আর সেটা এল এমন একটি ম্যাচে যেখানে দলকে জয়ের পথে নিয়ে যেতে হয়েছে বিশাল চ্যালেঞ্জের মুখে। এখন পর্যন্ত ১৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা কক্স এর আগে কখনো শতক পাননি।
আপনার মতামত লিখুন :