• ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নবীনগরে মালিক ভরসা দরবার শরীফের বাৎসরিক ওরশ ২৭ ও ২৮ আগস্ট

তানভীর আহমেদ, আশুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৫:০৭ পিএম

নবীনগরে মালিক ভরসা দরবার শরীফের বাৎসরিক ওরশ ২৭ ও ২৮ আগস্ট

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন এক জনপদ নবীনগর। প্রায় সাড়ে তিন শত বর্গ কিলোমিটারের এই উপজেলাটিকে ঘিরে  রয়েছে প্রাকৃতিক রংতুলিতে আঁকা একটা গ্রাম, যার নাম বীরগাঁও। দেখলে মনে হয় যেন নদীমাতৃক দেশের প্রতীক হয়ে বেঁচে আছে এই গ্রামটি। তবে নদীর নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি এখানে রয়েছে এক আধ্যাত্মিক পীরের মাজার । যার নাম মালিক ভরসা।

মাজার প্রসঙ্গে এর ইতিহাস সম্পর্কে  স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, ‘মাজারে নিদ্রাগত ব্যক্তিটির নাম নুরুল হোসাইন। ভক্তদের কাছে হযরত খাজা শাহ্ হাছান সাঈয়্যিদ নুরুল হোসাইন আহম্মদ চিশতী নামেও পরিচিত।

প্রত্যেক কাজের শুরুতে তিনি মালিক ভরসা বলায় কারও কারও কাছে তিনি মালিক ভরসা নামেও পরিচিত ছিলেন। তিনি নবীনগর উপজেলার বড়াইল গ্রামের বাসিন্দা ছিলেন। ব্যক্তিগত জীবনে শিক্ষক হলেও তার পাশাপাশি ছিলেন হোমিও ডাক্তার। গ্রামের মানুষদের দিতেন বিনামূল্যে চিকিৎসা। যার ফলে জন্মায় কিছু ভক্তবৃন্দ। তিনি ১৪২৫ হিজরির রবিউল আওয়াল মাসে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এর পর থেকে তার  ভক্তবৃন্দরা মাঝে মাঝে মিলাদ মাহফিলের আয়োজন করেন। একপর্যায়ে তা নিয়মিত কাঠামোতে দাঁড়ায়। এভাবে এক সময় রূপ নেয় মাজারে।’ মালিক ভরসা মাজারটিতে রয়েছে ছোট ছোট কিছু বাগান এবং হাঁটার জায়গা। এছাড়া সপ্তাহিক কিংবা বাৎসরিক ওরশ ঘিরে আয়োজন হয় জাঁকজমক  বাউল গানের আসর ।

উক্ত ওরশে দূর-দূরন্ত থেকে আসা হাজারো  ভক্তবৃন্দের উপস্থিতিতে মাজার এলাকা এক মিলন মেলায় পরিণত হয়। পুরো বীরগাঁও এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ।

প্রতি বছরের ন্যায় এবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাৎসরিক ওরশ। আগামী ২৭ ও ২৮ আগস্ট  রোজ বুধবার ও বৃহস্পতিবার এই ওরশ অনুষ্ঠিত হবে।

উক্ত ওরশকে কেন্দ্র করে ইতিমধ্যে মাজার কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মাজারের মাঠের সাজ সজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে । এতে দেশ বরুণ্য গায়ক/গায়িকারা উপস্থিত থাকবেন।রয়েছে  ভক্তবৃন্দের জন্য থাকা খাওয়ার ব্যবস্থাও। উক্ত ওরশে  সকলকে আমন্ত্রণ করেছে মাজার কমিটি ।

কেইউ/জনতারটিভি

Link copied!