• ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

আখাউড়ায় বড়দের সাথে পাল্লা দিয়ে ৫ কি:মি: রানে দৌড়ালো শিশুরাও

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ১০:০১ পিএম

আখাউড়ায় বড়দের সাথে পাল্লা দিয়ে ৫ কি:মি: রানে দৌড়ালো শিশুরাও

ছবি: সংগৃহীত

রাফসান ইসলাম, বয়স ৭, এবছর কেজি ওয়ানে পড়ছে। বড়দের সাথে পাল্লা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনুষ্ঠিত ৫ কি: মি: রানে অংশ নিয়ে নির্ধারিত ফিনিসিং টাইমের মধ্যে দৌড় শেষ করেছে। তার বাবা রাহিমুল ইসলামও একজন শখের দৌড়বিদ। তিনিও ছেলের সাথেই রানে অংশ নেন। আরেক ক্ষুদে দৌড়বিদ তাসকিন রহমান। তার বয়স ১০ বছর। সেও ৫ কি:মি: রানে অংশ নিয়ে ফিনিশ করেছে টাইমের মধ্যেই। তাসকিনের বাবা প্রাইমারী স্কুল শিক্ষক জিয়াউর রহমান তিনিও একই ইভেন্টে অংশ নিয়েছে।

ক্লাশ ফাইভের ছাত্র রাহাত (১২) সেও তার বাবা ইকবাল হোসেনের সাথে এই রানে অংশ নিয়েছে। রাফসান, তাসকি ও রাহাতের বাড়ি জেলার বিজয়নগর উপজেলায়।  শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রানিং কমিউনিটির আয়োজনে ৫ কি: মি: ও ১০ কি: মি: ম্যারাথন রান অনুষ্ঠিত হয়। স্থানীয় শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠ থেকে রান শুরু হয়।

দুটি ক্যাটাগরিতে আখাউড়া উপজেলাসহ দেশের বিভিন্ন জায়গার প্রায় তিনশত দৌড়বিদ অংশ নেয়। বড়দের সাথে পাল্লা দিয়ে এই তিন ছোট্ট বালক চমকে দিয়েছে সবাইকে। সকলেই ছোট্ট শিশুদের সাহসের প্রশংসা করেছে। এছাড়াও মম বনিক নামে ৩য় শ্রেণীর এক ছাত্রী ফিমেল ক্যাটাগরিতে অংশ নিয়ে ২য় রানার আপ হয়েছে।

এদিকে, রানকে ঘিরে দৌড়বিদ,  আয়োজকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, নির্মল বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য রানকে আকর্ষনীয় করে তুলে। ৫ কিলোমিটার পুরুষ রানে  ১ম হয়েছে নরসিংদীর মারুফ মিয়া, ৫ কি: মি: ফিমের রানে ১ম হয়েছে অনুরাগ সোহা এবং ১০ কিলোমিটার রানে ১ম হয়েছে ঢাকার পারভেজ পলাশ।

বিজয়ীদের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন আয়োজকরা। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে দৌড় সম্পন্নকারী প্রত্যেককে সুদৃশ্য মেডেল উপহার দেওয়া হয়। দৌড়বিদদের জন্য ছিল পানি, সেলাইন, জুস ও নাস্তার ব্যবস্থা।

জানতে চাইলে রাফসানের বাবা রাহিমুল ইসলাম বলেন, দৌড়াতে রাফসানের খুব শখ। তার মাও তাকে উৎসাহ দেয়। এতে ছেলের কষ্ট হয় না। শারীরিক সুস্থতা এবং মানসিক ভাবে সুস্থতার জন্য তিনি দৌড়ান বলে জানান।

অনুষ্ঠানে এম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক দিলারা আক্তার খান, প্রভাষক অলি আহাদ রতন, আখাউড়া রানিং কমিউনিটি প্রধান উপদেষ্টা পূবালি টেডার্স সত্ত্বাধিকারী কাওসার হোসেন ভুঁইয়া, ময়নুল আহমেদ, খালেদ শাওন, মো আশরাফুল, আকরাম হোসেন, রফিকুল হৃদয়, রুবায়েদ খান, ইমাদ খাদেম, মো:  রাজু প্রমুখ।

কেইউ/জনতারটিভি

Link copied!