পরিবেশবান্ধব সামাজিক সংগঠন বিডি ক্লিন-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় নবীনগরে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়।
অভিযানে অংশগ্রহণকারী বিডি ক্লিনের সদস্যগন সড়ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থল থেকে ময়লা-আবর্জনা অপসারণে সচেষ্ট থাকার আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় জনগণকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
অভিযানে বিডি ক্লিন নবীনগরের স্বেচ্ছাসেবক সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন। তারা বলেন, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে হলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
বিডি ক্লিন নবীনগরের সমন্বয়ক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা শপথ নিয়েছি— “ময়লা যেখানে, পরিষ্কার সেখানে।” আমাদের মূল লক্ষ্য একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা।
এ সময় সাংবাদিক জহিরুল ইসলাম, সাংবাদিক আশরাফুল হক, সাংবাদিক হোসাইন সহ নবীনগরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য,এনসিপি"র নবীনগর উপজেলা সমন্বয়ক হোসাইন মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি পরিবেশ রক্ষার শপথ গ্রহণ করেন এবং নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
কেইউ/জনতারটিভি
আপনার মতামত লিখুন :