২০শে আগস্ট বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের দূর্যোগ ও ত্রাণ বিভাগের পক্ষ থেকে তিনটি পরিবারকে সহযোগিতা প্রদান করা হয়।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী উপস্থিত থেকে এই সহযোগিতার চেক ও ঢেউটিন তুলে দেন।
সুবিধাভোগী তিনটি পরিবার হলো আগুনে ক্ষতিগ্রস্ত ভোলাচং গ্রামেরনযদুলাল সাহা,দুস্ত ও অসহায় শ্রেণিতে পেয়েছেন নবীনগর পশ্চিম ইউনিয়নের জালাল মিয়া ও রসুল্লাবাদের ফরিদা বেগম।প্রতিটি পরিবার দুই বান্ডেল ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক পায়।
পরিবারগুলো নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরীকে ধন্যবাদ জানান।
এ সময় নবীনগর উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কেইউ/জনতারটিভি
আপনার মতামত লিখুন :