• ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

উত্তাল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কমপ্লিট শাটডাউন ঘোষণা

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৩:৫২ পিএম

উত্তাল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কমপ্লিট শাটডাউন ঘোষণা

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের 'এক দফা এক দাবি ক্যাম্পাস আমার অধিকার' স্লোগানে উত্তাল ক্যাম্পাস প্রাঙ্গন। বৃহস্পতিবার  রাত পৌনে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের (গুরুদয়াল সরকারি কলেজ) স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এর আগে সন্ধ্যা সোয়া ৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে রেজিস্ট্রার নাইলা ইয়াসমিন স্বাক্ষরিত একটি নোটিশ সহকারী প্রক্টর মো: সোহানুল ইসলাম শেয়ার করেন। নোটিশে বলা হয় গুরুদয়াল সরকারি কলেজ কেন্দ্রে অনার্স ১ম বর্ষ পরীক্ষা চলছে।

১৯৮০ সনের ৪২ নং আইন মোতাবেক পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা জারি থাকায় পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের মূল গেইট বন্ধ থাকবে, ক্যাম্পাসে সকল ধরনের ব্যক্তিগত বা পাবলিক পরিবহনের প্রবেশ নিষিদ্ধ এবং জরুরি প্রয়োজন ব্যতীত প্রবেশাধিকার সীমিত থাকবে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ জন্ম নেয় এবং রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করে।

২০২১-২২ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ ইয়াছিন বলেন, “প্রক্টরিয়াল গ্রুপে নোটিশ দেখে হতাশ হয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষার জন্য আমাদের ক্যাম্পাসে যাওয়া যাবে না। আমরা ক্লাস করতে পারবো না। পরীক্ষা দিতে পারবো না। এতে সেমিস্টার শেষ হবে না সময় মতো। অস্থায়ী ক্যাম্পাস যেন আমাদের জন্য অভিশাপ।”

 ২০২১-২২ সেশনের গনিত বিভাগের শিক্ষার্থী ফাহিম মুত্তাক্বিন পাটোয়ারী বলেন, “আমরা অনেক সমস্যায় আছি। স্থায়ী ক্যাম্পাস নেই। অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস করি। পর্যাপ্ত ক্লাসরুম নেই। নেই পর্যাপ্ত ল্যাব সুবিধা। খেলার কোনো মাঠ নেই। আমরা পাচ্ছি না পর্যাপ্ত মেডিকেল সুবিধাও। আসলে এত নাই এর মধ্যে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। আমরা এর স্থায়ী সমাধান চাই।”

২০২২-২৩ সেশনের সিএসই বিভাগের শিক্ষার্থী শাফীউল মুজনীবিন বলেন, “দুর্বল প্রশাসনের মেরুদণ্ডের অনুপস্থিত লক্ষ করায় আমরা শোকাহত! আমরা মেরুদন্ড পুরস্থাপনের জন্য ক্লাস, পরীক্ষা, ল্যাব বর্জন করছি! গত ১ বছরে একবারও শিক্ষার্থীদের এড্রেস করে নাই প্রসাশন, সমস্যা শুনে নাই। আজকের এই পদক্ষেপ দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী সমাধান না পাওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে এবং আন্দোলন চালিয়ে যাবে বলে জানান শিক্ষার্থীরা ।

উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠিত কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা বিশিষ্ট বঙ্গবন্ধু একাডেমিক ভবনে শিক্ষা-কার্যক্রম পরিচালনা করছে। 

বিশ্ববিদ্যালয়টি শিক্ষা-কার্যক্রম শুরু করে ৪ টি বিভাগে (ইংরেজি, গনিত, হিসাববিজ্ঞান এবং সিএসই) ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট ১২০ জন শিক্ষার্থী ভর্তি নিয়ে। বর্তমানে প্রায় ৫ শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনা করছে।

কেইউ/জনতারটিভি

Link copied!