বৃহস্পতিবার (২১ আগস্ট) ঐক্যবদ্ধ নবীনগরের উদ্যোগে প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ নবীনগরের রসুলপুরে স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঐক্যবদ্ধ নবীনগরের আহবায়ক মাসুদুল ইসলাম মাসুদ এর সভাপতিত্বে, সদস্য সচিব মো. হোসেন শান্তি এর দিকনির্দেশনায়, জামাল হোসেন পান্নার পরিচালনায় বক্তব্য রাখেন নবীনগর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ক্লান্তি কুমার, বিএনপি নেতা আশরাফ হোসেন রাজু।
আরও ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামাপ্রসাদ,সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম মুকুল, উপজেলা জামাতে ইসলামির সভাপতি মোখলেছুর রহমান, মাওলানা আমিরুল ইসলাম, নবীনগর উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মুফতি বেলায়েত উল্লাহ, পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা সানাউল্লাহ, আবু কামাল খন্দকার, বিএনপি নেতা এমদাদুল বারী, দুলাল, শাহিন,বাবুল,নূরুল আমিন, সাংবাদিক খলিলুর রহমান, হুমায়ুন কবির, আবু কাউছার মাষ্টার প্রমূখ।
কেইউ/জনতারটিভি
আপনার মতামত লিখুন :