তিন দফা দাবি আদায়ে ব্যারিকেড ভেঙে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে রওয়ানা হওয়া বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের আটকে দিয়েছে পুলিশ। শিক্ষার্থীদের মিছিল থামাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে। এর আগে তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ করেন বুয়েট শিক্ষার্থীরা।
সেখানে দুপুর ১টার মধ্যে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ঘটনাস্থলে দেখা যায়, শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টালের সামনের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে রওয়ানা হলে মাঝপথে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা পিছু হটেন। পরে আবার প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা হলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শিক্ষার্থীরা ওই রাস্তায় অবস্থান নেন।
এ সময় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় কয়েকজন পুলিশ সদস্যসহ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন।
শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।
কেইউ/জনতারটিভি
আপনার মতামত লিখুন :