ব্রাহ্মণবাড়িয়া'র সরাইল উপজেলা'র অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের চিকিৎসক প্রতিনিধি মনোনীত হয়েছেন, ডাক্তার জোহেব আল হাসনাঈন। বিষয়টি নিশ্চিৎ করেছেন, কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন মৃধা।
ডাক্তার জোহেব আল হাসনাঈন, সিনিয়র মেডিকেল অফিসার (কিডনি বিভাগ)আদ দ্বীন মেডিকেল কলেজ, ঢাকা। সরাইল ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব আনোয়ার হোসেন ও একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দা ফারজানা খানম দম্পতির বড় ছেলে।
ডাক্তার জোহেব আল হাসনাঈন এর পিতা আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার বিএনপি'র ছাত্ররাজনীতি থেকে বেড়ে ওঠা, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী।
আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের চিকিৎসক প্রতিনিধি মনোনীত করায় কলেজ পরিচালনা পর্ষদ ও কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন ডাক্তার জোহেব আল হাসনাঈন।
তিনি জনতার টিভিকে জানান, কলেজের সাথে সংশ্লিষ্ট সকলের চিকিৎসা সেবা নিশ্চিৎ করার পাশাপাশি নিজ উপজেলার সর্বস্থরের মানুষের চিকিৎসা সেবা যেন করতে পারে এই জন্য তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
কেইউ/জনতারটিভি
আপনার মতামত লিখুন :