• ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নির্বাচনি রোডম্যাপ চূড়ান্ত, দ্রুতই প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৩:২৮ পিএম

নির্বাচনি রোডম্যাপ চূড়ান্ত, দ্রুতই প্রকাশ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা (রোডম্যাপ) চূড়ান্ত করলেও তফশিল বা ভোটের কোনো তারিখ রাখেনি নির্বাচন কমিশন (ইসি)।

তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফশিল এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট তা প্রায় চূড়ান্ত করেছে ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি।

বুধবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ এ তথ্য নিশ্চিত করেন।

আব্দুর রহমানেল মাউসদ বলেন, নির্বাচনি রোডম্যাপ কমিশন অনুমোদন দিয়েছে। আজ কিংবা আগামীকালের মধ্যে তা প্রকাশ করা হবে।

ইসি কর্মকর্তা জানান, ফেব্রুয়ারিতে ভোটগ্রহণ করার লক্ষ্য যাবতীয় কার্যক্রম শেষ করতে একটি সময়সীমা এখানে নির্ধারণ করা হয়েছে। তবে এখানে তফসিল বা ভোটের কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

কেইউ/জনতারটিভি

Link copied!