সব রাজনৈতিক দলের নেতা ও হাজারো জনতার উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কেমন হলো সে ঘোষণাপত্র? এ নিয়ে ‘নো কমেন্ট’ সরকারের তরুণ উপদেষ্টা মাহফুজ আলম। বরং জানালেন, তিনি বিপদে আছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে সেখানে উপস্থিত অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের কাছে তার প্রতিক্রিয়া জানতে ছুটে যান সাংবাদিকরা।
এসময় তিনি বলেন, ‘সো ফার সো গুড। সরকারে থাকা অবস্থায় কমেন্ট করবা না। গতকালের এক কমেন্ট নিয়ে আমি বিপদে আছি। সো ব্যাটার হচ্ছে, আমরা যখন গুছিয়ে লিখতে পারব, তখন লিখব। এতদূর পর্যন্ত আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অনেক বড় জার্নি ছিল।’
মাহফুজ আরও বলেন, ‘সব রাজনৈতিক দল এসেছে–এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের জন্য একটা দীর্ঘ সময় যদি আমরা এভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে যে নতুন বাংলাদেশ চেয়েছি, সেটা সম্ভব হবে।’
এর আগে সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তরুণ এই উপদেষ্টা লেখেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে।’
এর কিছুক্ষণ পর ওই পোস্টটি এডিট করে আরও একটি লাইন যুক্ত করে মাহফুজ লেখেন- ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’
এই পোস্ট ভাইরাল হওয়ার পর নানা মহলের সমালোচনার মুখে পড়েন এই জুলাই বিপ্লবী। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে মাহফুজের ওই মন্তব্যকে ‘কাণ্ডজ্ঞানহীন’ আখ্যা দেওয়া হয়। এ ঘটনাকেই তিনি ‘বিপদ’ বলে উল্লেখ করেছেন বলে মনে করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :