• ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন করতে প্রস্তুত: ইসি মাছউদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৯:১৩ পিএম

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন করতে প্রস্তুত: ইসি মাছউদ

নির্বাচন কমিশন আগামী রোজার আগেই ফেব্রুয়ারির প্রথমার্ধ্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে প্রস্তুত বলে জানিয়েছেন জেষ্ঠ্য নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

মঙ্গলবার (০৫ আগস্ট)  প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকা মেইলকে এসব বলেন তিনি।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূস বলেন,আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।

এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে জেষ্ঠ্য নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমরা নির্বাচন করতে প্রস্তুত। ভোট দিন থেকে ৫০ থেকে ৬০ দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। সে হিসাবে ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হতে পারে।

Link copied!