গত বছর দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেক হয় শাকিব খানের। ঢাকা ক্যাপিটালস নামের একটি দল নিয়ে আসেন তিনি। মন খারাপ করা খবর হচ্ছে এবার আর বিপিএলে থাকছেন না শাকিব।
কেননা ঢাকা ক্যাপিটালসের মূল মালিক রিমার্ক-হারল্যান্ড। প্রতিষ্ঠানটির একজন শীর্ষ কর্মকর্তা ছিলেন কিং খান। বর্তমানে এর সঙ্গে সম্পর্ক নেই শাকিবের। ওই জায়গা থেকে ঢাকা ক্যাপিটালসের সঙ্গেও নেই পর্দার তুফান।
এদিকে বিপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। বিসিবির দুর্নীতি দমন সংস্থা ‘আকু’র তদন্ত প্রতিবেদনে নাকি এমন তথ্যই উঠে এসেছে। যেখানে নাম আছে শাকিবের সাবেক প্রতিষ্ঠান ঢাকা ক্যাপিটালসের। এ ছাড়া প্রশ্নবিদ্ধ হয়েছে সিলেট ও চট্টগ্রামের দল দুটিও।
শাকিব খানের নিজস্ব প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানায়, এই অভিনেতা দীর্ঘদিন ধরে রিমার্ক-হারল্যান থেকে সরে এসেছেন। তাই ঢাকা ক্যাপিটালসসহ রিমার্ক-হারল্যানের কোনো কার্যক্রমের সঙ্গে তিনি আর যুক্ত নেই। সুতরাং দলটি সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই।
জানা যায়, বিপিএলের তিনটি দলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবে বিসিবি। ফিক্সিং প্রমাণ হলে বড় ধরনের শাস্তি পেতে হবে সংশ্লিষ্টদের।
কেইউ/জনতারটিভি
আপনার মতামত লিখুন :