• ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

গোপনে অন্য নায়িকাকে ‘লাভ রিয়্যাক্ট’, মুখ খুললেন সেই অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০২:৩০ পিএম

গোপনে অন্য নায়িকাকে ‘লাভ রিয়্যাক্ট’, মুখ খুললেন সেই অভিনেত্রী

ছবি: সংগৃহীত

সম্প্রতি অভিনেত্রী অবনীত কৌরের ফ্যান পেজে বিরাট কোহলির দেওয়া ‘লাভ রিয়্যাক্ট' ঘিরে শুরু হয়েছিল জল্পনা-কল্পনা, ট্রল আর ঠাট্টার ঝড়। যদিও কোহলি নিজেই বিষয়টি স্বীকার করে জানিয়েছিলেন, এটি ছিল নিছকই একটি অনিচ্ছাকৃত ভুল। তবে এ ঘটনায় তখন মুখ খোলেননি অভিনেত্রী অবনী।

এর মধ্যে কেটে গেছে আড়াই মাসের বেশি সময়। রিয়্যাক্ট নিয়ে ব্যাপক আলোচনার দীর্ঘদিন পর অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীর আসন্ন ছবি ‘লাভ ইন ভিয়েতনাম’-এর প্রচারের সময় ট্রেলার লঞ্চে তাঁকে বিরাট কোহলির ‘লাভ রিয়্যাক্ট' নিয়ে প্রশ্ন করা হয়।

বিরাটের নাম উল্লেখ না করে এক সাংবাদিক অভিনেত্রীকে বলেন, ‘আপনি বড় বড় সেলিব্রিটিদের কাছ থেকে এতো ভালোবাসা পান, কেউ আপনার ছবি লাইক করেন আবার কেউ ফলো করেন। এ নিয়ে কী বলবেন?’

এমন প্রশ্নের জবাবে অবনীত হেসে বলেন, ‘আমি শুধু চাই এই ভালোবাসা যেন পেতে থাকি। আর কী-ই বা বলব’। জানা গেছে বিরাটের রিয়্যাক্ট নিয়ে ট্রলের পর অভিনেত্রীর ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা এক মিলিয়নের বেশি বেড়েছে। এবং একাধিক ব্র্যান্ডের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন।

এর আগে বিরাট কোহলি সে সময়ে একটি বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেন। তিনি লেখেন, ‘আমি স্পষ্ট করতে চাই যে আমার ফিড পরিষ্কার করার সময়, মনে হচ্ছে অ্যালগরিদম ভুলবশত একটি ইন্টারঅ্যাকশন রেজিস্টার করেছে। এর পেছনে কোনো ইচ্ছাকৃত উদ্দেশ্য ছিল না। অহেতুক অনুমান না করার অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ।’

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন থ্রিলার ‘মর্দানি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন অবনীত। অভিনেত্রীকে সর্বশেষ ‘টিকু ওয়েডস শেরু’ ছবিতে দেখা গিয়েছিল। সিনেমা ছাড়াও ‘মেরি মা’ এবং ‘চন্দ্র নন্দিনী’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

কেইউ/জনতারটিভি

Link copied!