• ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বাড়ল সোনার দাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০১:০৫ এএম

বাড়ল সোনার দাম

২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিন দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৮৯০ টাকা বাড়ানো হ‌য়ে‌ছে।

নতুন দাম অনুযায়ী— সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৭২ হাজার ১২৬ টাকা। আজ প্রতি ভরি সোনা এক লাখ ৭০ হাজার ২৩৬ টাকায় বেচাকেনা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল ২ জুলাই থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

Link copied!