• ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

রুমিন ফারহানার ওপর হামলার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

শাহাদাত হোসেন সোহেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৫:১৪ পিএম

রুমিন ফারহানার ওপর হামলার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন কার্যালয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার ওপর উদ্দেশ্যে প্রণোদিত ভাবে অতর্কিত হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে রুমিন ফারহানা অনুসারী বিএনপির একাংশের নেতাকর্মীরা।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা পৌনে ছয়টা থেকে সাতটা পর্যন্ত উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে এ সড়ক অবরোধ রাখা হয়। এ সময় দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পরে যাত্রীরা।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক আমান মুন্সি।

খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে ছুটে যান সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন, সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী ও সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম। তাদের অনুরোধে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, রুমিন ফারহানা শুধু আমাদের এলাকার নেত্রী নন। তিনি জাতীয় নেত্রী। তাঁর ওপর ঢাকায় হামলার প্রতিবাদে আমরা অবরোধ কর্মসূচি পালন করেছি। ইউএনও ও ওসির অনুরোধে আজকে আমরা সরে এসেছি। যারা হামলা করেছে, তাদের গ্রেপ্তার করতে হবে। না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসন নিয়ে যে মতামত দিয়েছেন, আমরা তাঁর পক্ষে রয়েছি।

উল্লেখ্য, রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে ধাক্কাধাক্কি ও কিল-ঘুষির ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরেই এ কর্মসূচি পালন করা হয়।

কেইউ/জনতারটিভি

Link copied!